Wellcome to National Portal
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

উপ পরিচালকআঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়রাজশাহী:  

ক্র:নং

বিবরণ

তথ্যাদি

১।

কার্যালয়/স্থাপনার পটভূমি/ভূমিকা

রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়টি রাজশাহীতে অবস্থিত। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে রেশম চাষ করে দেশকে রেশমে সমৃদ্ধ শালী করণসহ স্বনির্ভরতা অর্জন ও বেকার সমস্যার সমাধান করার লক্ষ্যে এ কার্যালয় কাজ করে চলেছে।

২।

আওতাধীন অফিস সংক্রান্ত তথ্য

রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয় এর অধীনে ৫টি কেন্দ্র অফিস রয়েছে:

ক) i) পবা কেন্দ্র, ii) পুঠিয়া কেন্দ্র , iii) বাঘা কেন্দ্র iv) নাটোর কেন্দ্র  ও v) নওগাঁ কেন্দ্র। এইসব  অফিস হতে রেশম সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হয়।

খ) বীজাগার- ৩টি

i) চাঁপাইনবাবগঞ্জ ii) মীরগঞ্জ iii) পি-৩কেন্দ্র, (রাজশাহী)

গ) মিনিফিলেচার কেন্দ্র -২টি (মীরগঞ্জ ও রাজশাহীতে অবস্থিত

৩।

তুঁত চারা উৎপাদন ও বিতরণ

১,২০,০০০টি

৪।

ডিম উৎপাদন ও বিতরণ

৮৪,০০০টি

৫।

আইডিয়াল রেশম পল্লী সংক্রান্ত কার্যক্রম

আইডিয়াল রেশমপল্লী -৩টি। নওগাঁ জেলার মান্দা ও মহাদেবপুর উপজেলায় অবস্থিত। প্রতি আইডিয়াল রেশম পল্লীতে ৭৫জন রেশমচাষী রয়েছে এবং প্রত্যেকের ৫ কাঠা জমিতে তুঁতগাছ রয়েছে। তিনটি রেশম পল্লীর চাষীদের ২২৫ টি পলুঘর প্রদান করা হয়েছে।

৬।

তুঁতব্লক স্থাপন সংক্রান্ত কার্যক্রম

২৬ টি তুঁত ব্লক রয়েছে।  

৭।

রেশম গুটি উৎপাদন

১০,৮৬৫ কেজি  


৮।

রেশম সুতার উৎপাদন

(ডুপিয়ন ও ফাইন)

৪২৪ কেজি (ফাইন- ১৮১.৫০কেজি এবং ডুপিয়ন সুতা- ১০১.০০ কেজি) ।

৯।

ফার্মিং পদ্ধতিতে তুঁতচাষ

৫০ বিঘা

১০।

মাঠ পর্যায়ে উচ্চ উৎপাদনশীল তুঁত ও রেশম কীট জাতের সম্প্রসারণ

মাঠ পর্যায়ে বিএম- ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ জাতের উচ্চ উৎপাদনশীল তুঁতগাছের জাত রয়েছে। থাই-১, বিএম ১০ এবংবিএম-১১ জাতের তুঁতচারা আগামীতে চাষিদের সরবরাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রসারণ এলাকায় বিবি-২ জাতের সাথে বিএন (এম) জাতের ক্রস করে এফ-১ জাতের ডিম বসনীদের মাঝে দেওয়া হচ্ছে। SGMIM6/3 জাতের সাথে বিএন (এম) জাতের ক্রস করে এফ-১ জাতের ডিম ও বসনীদের সরবরাহ দেওয়া হচ্ছে।

১১।

মোটিভেশন কার্যক্রম

নিবিড় তদারকীর মাধ্যমে রেশমচাষ সম্প্রসারণ কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করা হচ্ছে।

১২

প্রশিক্ষণ

১) তুঁতচারা রোপণ ও পরিচর্যা প্রশিক্ষণ-  ২৫ জন ।

২) পলু পালন প্রশিক্ষণ ১০০ জন

১৩।

রেশম চাষীর সংখ্যা

৬৯৫ জন

১৪।

বসনীর সংখ্যা

২৭৪ জন

১৫।

তুঁতচারা রোপণ সহায়তা

১৪,২৫,০০০/-

১৬।

পলুঘর ও পলুপালন সরঞ্জামাদি সহায়তা

বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থায়নে ৩৮টি পলুঘর, ডালা-৭৬০টি,চন্দ্রকী-৭৬০টি, সুতার জাল-৭৬০টি এবং ঘড়াকাঠি-১০৫টি, বিনামূল্যে বিতরন করা হয় ।

১৭।

পলুঘর সহায়তা প্রদান

৩৮,০০,০০০/-

১৮।

রেশম কীটের জাত সংরক্ষণ

পি-৩ কেন্দ্রে  ১৬ টি মাতৃজাত সংরক্ষণ করা হচ্ছে।

১৯।

রেশম বীজাগারের সংখ্যা ও জমির পরিমান এবং মূল কার্যক্রম

রেশম বীজাগার-৩টি (পি১ পর্যায়ে-২টি এবং পি৩ পর্যায়ে-১টি। জমির পরিমান ২৪৯-০৩-০বিঘা।

মূলকার্যক্রম: ৪টি বাণিজ্যিক বন্দে রেশম চাষীদের রোগমুক্ত ডিম সরবররাহ দেওয়ার লক্ষ্যে পি-১পর্যায়ের বীজাগার ২টিতে পলুপালন করে ডিম উৎপাদন করা হয়।পি-৩কেন্দ্রে রেশম কীটের মাতৃ-পিতৃজাত রক্ষনাবেক্ষণ ও সংরক্ষণ করা হয় এবং পি২ বীজাগার গুলোতে চাহিদা মোতাবেক DFLs সরবরাহ করা হয়ে থাকে।

২০।

রেশম কীটের জাত সংরক্ষণ

পি-৩ কেন্দ্রে ১৬টি রেশম কীটের মাতৃ-পিতৃজাত রক্ষনাবেক্ষণ ও সংরক্ষণ করা হয়